সিলেটে পুকুরে মিলল লুটের দেড় লাখ ঘনফুট পাথর

সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকার পাঁচটি পরিত্যক্ত পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এর আগে সদর উপজেলার কিছু এলাকায় জব্দকৃত পাথর কোম্পানীগঞ্জের সাদা পাথর দিয়ে প্রতিস্থাপনের কাজ চলছিল। এ সময় ধারণা করা হয়, ধোপাগুল ও লালবাগ এলাকার পরিত্যক্ত পুকুরগুলোতে বিপুল পরিমাণ পাথর মজুদ রয়েছে। পরে এক্সকাভেটরের সাহায্যে পাথরগুলো উত্তোলন করা হয়।
সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ বলেন, 'ধোপাগুল ও লালবাগ এলাকার মোট পাঁচটি পরিত্যক্ত পুকুরে এসব পাথর লুকিয়ে রাখা হয়েছিল। কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পাথরগুলো পরিমাপ শেষে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।'
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইৎ বলেন, ' পাঁচটি পরিত্যক্ত পুকুর থেকে প্রায় দেড় লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।'
Comments