বরিশাল ঘুরে গেলেন ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান

সংক্ষিপ্ত সফরে বরিশাল ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান।
বরিশাল জেনারেল হাসপাতাল ও টিআইবি কার্যালয় পরিদর্শন করেছেন তিনি।
আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
এসময় তাকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেডিকেল অফিসার ডাঃ মলয় কৃষ্ণ বড়াল সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত তত্ত্বাবধায়কের কার্যালয়ে হাই কমিশনার সহ তার সফর সঙ্গীরা মেডিকেল অফিসার, নার্স সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিদের সাথে হাসপাতালে চিকিৎসা সেবা সম্পর্কে আলোচনা করেন।
ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, তাদের অর্থায়নে যে সকল প্রকল্প চলছে সে সকল প্রকল্প ব্যাপারে ব্রিটিশ হাই কমিশনার জানতে চেয়েছেন, সেটা পরিদর্শনের জন্য এসেছে।
এর আগে জেমস গোল্ডম্যান প্রতিনিধিদের নিয়ে নগরীর প্যারারা রোডস্থ সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি কার্যালয়ে গিয়ে টিআইবি'র বর্তমান প্যাকটা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
Comments