কসমেটিকস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিচ টাপেন্টাডল'সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের বাঁশমুড়ি দামপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, দিনাজপুর হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা, মনসাপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে মাহবুব আলম (৩৮)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাদকদ্রব্য হিসেবে ঘোষিত ট্যাপেন্টাডল নিয়ে এক মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী থানা থেকে বিক্রির উদ্দেশ্যে আসছে।
ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সেসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে অফিসার এবং সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মাদক পরিবহনের কথা স্বীকার করে এবং তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির কোচ থেকে ২০০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। সে একটি মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করে আসছে।
ওসি আরও জানান, আটক মাহবুব আলম মূলত একজন কসমেটিকস দোকানি। তবে এর আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
Comments