জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭৫ এর ১৫ আগসাটের পর জিয়াউর রহমান দেশের হাল না ধরলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমূখি হয়েছেন। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝেও না, তা চানও না।
শনিবার বিকালে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগ এখন নাইট ক্লাবে পরিণত হয়েছে। তারা দিনের বেলায় মিছিল করতে পারে না, তারা রাতের বেলা ছাড়া কোন মিছিল করতে পারে না।
শহরের বেলটিয়া এলাকায় একটি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
দীর্ঘ ৯ বছর বিএনপির এই সম্মেলন উপলক্ষে জেলার ৭ টি উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। সম্মেলনস্থল কানায় কানায় ভরে যাওয়ায় মাঠের বাইরে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকের ঢল নামে।
Comments