গ্রামের দুই পাড়ার মধ্যে সংঘর্ষ, উদ্বেগ-আতঙ্কে দিন কাটছে অর্ধশতাধিক পরিবারের

আতঙ্ক কাটছেনা সন্ত্রাসী হামলা মামলার শিকার অর্ধশতাধিক পরিবারের। গ্রামের বিবাদমান দু'পক্ষের গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে দু'পক্ষের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের মামলা হুমকি বাড়িঘরে হামলা লুটপাটের জেরে এমন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ চিত্র নড়াইল সদর উপজেলার চর-শালিখা গ্রামে।
সরেজমিন চর-শালিখা গ্রামে দিয়ে দেখা গেছে, বিভিন্ন বাড়িঘরে হামলার চিহ্ন বিরাজ করছে। ঘরের টিনের বেড়া কুপিয়ে ছিন্ন-ভিন্ন করা হয়েছে। বসতঘর, দোকান রান্নাঘরও বাদ যায়নি হামলা থেকে। এক একটি সাজান গোছান বাড়িঘর তছনছ হয়ে গেছে। এসব পরিবারের নারী-শিশুদের চোখেমুখে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর-শালিখা গ্রামের দুই পাড়ার মধ্যে ভয়ানক সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ৩০ জন আহত হন। গত শনিবার (১৬ আগস্ট) সকালের দিকে উপজেলার চরশালিখা প্রাথমিক বিদ্যালয়ের পাশের তিন রাস্তার মোড়ে গ্রামটির দক্ষিণ পাড়ার আজিজার শেখ গ্রুপ ও পশ্চিম পাড়ার মশিয়ার শেখ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এর জেরে আজিজুর শেখ পক্ষের অন্তত ৮ জনের বাড়িঘর স্থাপনায় ব্যাপক হামলা-লুটপাটের ঘটনা ঘটে। এ অবস্থায় আজিজুর শেখ পক্ষ কোন ঠাসা হয়ে গ্রাম ছেড়ে পালালে এসব পরিবার পুরুষ শূন্য হয়ে পড়ে। মামলা হামলা হুমকির মুখে পুরুষশুন্য এ পরিবারগুলো নারীশিশুরা চরম আতঙ্কে দিন পার করছে।
কথাহয় মিঞ্জু শেখের স্ত্রী সাবানা, বেলাল শেখের স্ত্রী হেনা বেগম, নজরুল শেখের স্ত্রী বেবিসহ কয়েকজন বলেন, আমাদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট চালানো হয়েছে। মশিয়ার শেখ পক্ষের লোকজনের হামলা হুমকির ভয়ে আমাদের পক্ষে পুরুষরা বাড়ি ঘরে ফিরতে পারেছেনা, আমাদের প্রতি নিয়ত হুমকি দেয়া হচ্ছে, এ অবস্থায় ছেলে-মেয়ে নিয়ে দিনে বাড়ি থাকলেও রাত কাটাতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে গিয়ে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর-শালিখা গ্রামের আজিজুর শেখ পক্ষ ও মশিয়ার শেখ পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে শনিবার (১৬ আগষ্ট) দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় দু'পক্ষের দায়ের করা মোট তিনটি মামলা মোট ৬৪ জনকে আসামী করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে চর-শালিখা গ্রামে প্রায় দুই মাস আগে একটি সংঘর্ষকে কেন্দ্র করে দক্ষিণ পাড়ার আজিজার শেখ সমর্থিত লোকজন এলাকা ছাড়া হয়।পুলিশ, রাজনৈতিক ও সামাজিক দলের হস্তক্ষেপে চলতি মাসে আপস-মীমাংসায় এলাকায় ফেরেন আজিজার শেখ, এনায়েত শেখ, হিরু মিয়া সমর্থিত দক্ষিণ পাড়ার পুরুষরা।
এরপর চলতি মাসের ৯ তারিখ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন আটক করে জরিমানা করা হয় মশিয়ার শেখ গ্রুপ সমর্থিত একজনকে। এ ঘটনার পর মশিয়ার গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে ওঠে। এরই মাঝে ডোঙ্গা বিক্রি করতে যাওয়ার পথে শনিবার (১৬ আগস্ট) সকালে প্রকাশ্য দিবালোকে সদরের সীতা রামপুর ব্রিজের ওপর মশিয়ার গ্রুপের মুরাদ শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সন্ত্রাসীরা।
অভ্যন্তরীণ দ্বন্দ্বের এই সুযোগে আজিজার শেখ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মশিয়ার শেখ সমর্থিত লোকদের ওপর অতর্কিত হামলা করেন। খবর পেয়ে মশিয়ার গ্রুপও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে ভয়ানক সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হন।
Comments