বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে" -এই হৃদয়ছোঁয়া স্লোগানকে বুকে ধরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন তাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বগুড়ার শেরপুরে একটি জমকালো পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে। শুক্রবার(২২ আগস্ট ) সকালে শেরপুর পৌরসভার সান্যালপাড়ায় শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় । তবে তাদের এ কার্যক্রম সারাদেশে ৯০০টি স্থানে একযোগে পরিচালিত অভিযানের অংশ হিসেবে শুরু হয়।
পৌর শহরের দুটি স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করে বিডি ক্লিনের সদস্যরা এলাকাবাসীকে উপহার দিয়েছে একটি সতেজ ও পরিচ্ছন্ন পরিবেশ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শেরপুর উপজেলায় এটি ছিল তাদের তৃতীয় কার্যক্রম।
এই উৎসবমুখর অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা উপ-সমন্বয়ক তৌহিদ রানা, সমন্বয়ক মোঃ আব্দুল হান্নান, সহকারী সমন্বয়ক মাহমুদুল হাসান মুজাহিদ, লজিস্ট্রিক সাপোর্টে জাফর সাদিক, এবং আইটি ও মিডিয়া দায়িত্বে এনামুল হক ও মামুনুর রসীদ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অভিযানটি হয়ে উঠেছে স্মরণীয়।
পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার ইকবাল হাসান সনি, ব্যবসায়ী নাছের এবং শিহাবুল ইসলামসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। তাদের উৎসাহ ও সমর্থন এই অভিযানকে আরও গতিশীল করেছে।
বিডি ক্লিনের সদস্যরা জানিয়েছেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে কেবল সংগঠনের প্রচেষ্টা যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিকের এগিয়ে আসা উচিৎ । "আপনার একটি ছোট পদক্ষেপই পারে সমাজে বড় পরিবর্তন আনতে," এই বার্তা নিয়ে বিডি ক্লিন সবাইকে উদ্বুদ্ধ করছে।
Comments