পিরোজপুরে ট্রলার চোরকে ধরে পুলিশের হাতে দিল জনতা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি এলাকায় সাগর নামে এক কুখ্যাত ট্রলার চোরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার রাতে কৃত্তিপাশা এলাকায় তাকে আটক করে নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে ওসি বনি আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি মেম্বার মো. মাসুম মিয়া জানান, আটক সাগরকে জিজ্ঞাসাবাদে সে সাগরকান্দা গ্রামের রিয়াজ মৃধাসহ কয়েকজনের নাম চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রিয়াজ মৃধা এলাকায় কথিত রাজনীতিবিদ হওয়ায় বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছে।
জানা গেছে, সাগর কিছুদিন আগে সমুদয়কাঠি এলাকা থেকে একটি স্টিলবডি ট্রলার চুরি করে বরিশালের কালিয়াজিরা এলাকায় নিয়ে যায়। সেখানে একটি মসজিদ থেকে ব্যাটারি চুরি করার সময় জনতার হাতে ধরা পড়লেও মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে সেখান থেকে স্থানীয়রা চুরিকৃত ট্রলার উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় কৃত্তিপাশা এলাকায় তাকে চিনে ফেলেন স্থানীয়রা। পরে জনতা তাকে আটক করে পুলিশে দেন।
মো. ওজিয়া নামে একজন বলেন, ট্রলারটি আমি ভাড়ায় চালাতাম। সাগর সেটি চুরি করে নিয়ে গিয়েছিল। কালিয়াজিরা থেকে ট্রলার উদ্ধারের সময় তাকে ধরা যায়নি। তবে এবার স্থানীয়রা তাকে ধরে ফেলেছে। এসময় সে চুরির সাথে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বলেন, "বর্তমানে আটক যুবক থানায় রয়েছে। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments