রাজশাহীতে অবৈধ দখল ও স্থাপনা নির্মানের বিরুদ্ধে, আরডিএর অভিযান

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অবৈধ দখল, নকশা বহির্ভুত ভবন নির্মাণ ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
অভিযানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পদ্মা আবাসিক এলাকায় প্লটের লিজ দলিলের শর্ত ভঙ্গ করে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাকারী ৯টি প্লটের লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
পদ্মা আবাসিক এলাকায় নির্মাণাধীন দু'টি ভবন পরিদর্শন কালে কোন ধরণের ব্যতয় না করে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য ভবন মালিককে অথরাইজড অফিসার মো: আব্দুল্লাহ আল তারিক নির্দেশ প্রদান করেন এবং বলেন, নির্মাণে কোন ব্যতয় হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশের রাস্তায় অবৈধভাবে দখল করে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনাকারী হোটেল মালিক ও বাস কাউন্টারের টিকিট বিক্রিতাদেরকে উচ্ছেদ করে গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশ পথ দখল মুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মশিউর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মোঃ আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার মো: বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার মো: নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযানের বিষয়ে এস্টেট অফিসার বলেন, জনদূর্ভোগ কমাতে আমাদের সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুন্দর নগরী গড়তে জনস্বার্থে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এই অভিযান অব্যাহত থাকবে।
Comments