বগুড়ায় বসতবাড়িতে লুটের পর বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

বগুড়ায় বসতবাড়িতে লুটপাটের পর এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(২১ আগস্ট) রাত ১০টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রাজিয়া বেগম(৭৫)৷ তিনি মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। বিষয়টি বগুড়া গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সেরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামাণিকের বাড়িতে নাতি (৮) নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টির সময় ভাড়া নেওয়ার কথা বলে ৫–৭ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা দড়ি দিয়ে রাজিয়া ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় রাজিয়া বেগম চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে।
গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments