গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোপালগঞ্জে শোভাযাত্রা, সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বড় বাজারের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা দায়রা ও জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডা: কে এম বাবর, সদস্য আজিজুর রহমান বেনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক অনিক রহমান হীরা, ১নং যুগ্ম আহবায়ক মো: শেখ জোবায়ের, সদস্য মো: কাবিল মোল্যা বক্তব্য রাখেন। পরে জেলা শহরের পৌর পার্কে গাছের চারা রোপন করা হয়। এরপর নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে শতাধিক বিভিন্ন গাছের চারা বিতরণ করেন নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানে যে পরিচ্ছন্ন কর্মসূচী ঘোষনা করেছে সেটি শুধু পরিবেশ পরিষ্কার নয়, রাজনৈতিক পরিচ্ছন্ন করা হবে। সাধারন মানুষের প্রতি নেদাদের মনে যে নোংরামী রয়েছে তা পরিস্কার করার দায়িত্ব স্বেচ্ছসেবক দরকে দেয়ো হয়েছে। আগামী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
জেলা বিএনপির সদস্য ডা: কে এম বাবর বলেন, ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমদের প্রত্যাশা হলো স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করা। স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে গড়ে তোলা হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে দলীয় কর্মকান্ড আরো শক্তিশালী হবে।
Comments