টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরনে যুবকের পা বিচ্ছিন্ন
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদ তীরে মায়ানমার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত হানিফ তেচ্ছিব্রিজ এলাকার বাসিন্দা। তিনি সকালে মাছ ধরতে গিয়ে ছিলেন বলে জানা গেছে।
শাহজালাল বলেন, গতকাল রবিবার নাফনদ তীরের তেচ্ছিব্রিজ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গাদের মধ্যে গুলি বিনিময়ের স্থানেই আজ মাইনটি বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে উখিয়ায় দায়িত্বরত ৬৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় একটি মাইন বিস্ফোরণ ঘটেছে। সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় স্থলমাইন পুঁতে রাখা হয়েছে। কোন কোন স্থানে এসব মাইন রয়েছে, তা শনাক্তে কাজ চলছে।
এর আগে গতকাল রবিবার একই সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Comments