লক্ষ্মীপুরে পলিথিনবিরোধী অভিযানে জরিমানা ও জব্দ ৪২০ কেজি পলিথিন

পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়। রবিবার (১৮ আগস্ট ২০২৫) দুপুরে সদর উপজেলার জকসিন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাশ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে মেসার্স আরিফ স্টোরকে ৫ হাজার টাকা এবং আল-আমিন স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৪২০ কেজি পলিথিন জব্দ করা হয়।
এ সময় দোকান মালিকদের পলিথিন বিক্রি ও মজুদ না করার বিষয়ে সতর্ক করা হয় এবং জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments