ঝিনাইগাতীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খাসজমি উদ্ধার করলো উপজেলা প্রশাসন

শেরপুরের ঝিনাইগাতীতে ০.৩৬ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে প্রশাসন। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাকাকুড়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন অভিযান চালিয়ে এই সম্পত্তি উদ্ধার করে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারেরা জায়গা গুলোতে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকান-পাট পরিচালনা করে আসছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া মৌজার ১ নম্বর খতিয়ানের ২৩২৮ নম্বর দাগের ০ দশমিক ২২ একর ও ২৩৩১ নম্বর দাগের ০ দশমিক ১৪ একর খাস জমি উদ্ধার করা হয়। সরকারের নামে ১ নম্বর খাস খতিয়াানে ষোল আনায় রেকর্ড করা জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। উক্ত খাস জমিতে ৮ থেকে ১০টি আধা পাকা ও টিনের ঘর ছিল এবং তাতে বিভিন্ন রকমের দোকান-পাট ছিল।
অভিযানে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টানিয়ে শেরপুর জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, ঝিনাইগাতী থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার বাহিনীর সদস্যসহ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, 'ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। বাকাকুড়া বাজারের উদ্ধারকৃত ভূমিতে প্রস্তাবিত কাংশা ইউনিয়ন ভূমি অফিসের সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এছাড়াও বিনা অনুমতিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব খাস জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
Comments