বন্যায় আশ্রয়ের জন্য চরাঞ্চলে উঁচু রাস্তা নির্মাণ

মানিকগঞ্জের শিবালয়ে যমুনার বুকে জেগে ওঠা চরাঞ্চলের বাসিন্দাদের বন্যার সময় আশ্রয়ের জন্য দ্রুত উঁচু রাস্তা নির্মাণ করছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার সকালে উপজেলার তেওতা ও জাফরগঞ্জ চরে ভেকু দিয়ে মাটি ফেলে রাস্তা নির্মাণ শুরু হয়। সরেজমিনে এ কাজ তদারকি করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে দেশের ২০টি জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে। বিভাগটি জরুরি ভিত্তিতে সংশ্লিষ্টদের সব ধরনের ছুটি বাতিল করেছে। মানিকগঞ্জ পদ্মা-যমুনা ও অসংখ্য শাখা নদী পরিবেষ্টিত হওয়ায় বন্যার ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।
এই পরিস্থিতিতে শিবালয় উপজেলা প্রশাসন বন্যার আগাম প্রস্তুতি হিসেবে চরাঞ্চলে দুইটি উঁচু রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে। আট ফুট উঁচু ও ১৩ ফুট চওড়া এসব রাস্তা বন্যার সময় মানুষ ও গবাদিপশুর জন্য সাময়িক আশ্রয় হিসেবে ব্যবহৃত হবে। প্রায় অর্ধশত শ্রমিক এ কাজে অংশ নিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর মাঝখানে হওয়ায় চারপাশে সব সময় পানি থাকে। বন্যা শুরু হলে চরাঞ্চলে থাকা কঠিন হয়ে পড়ে। ইউএনওর উদ্যোগে উঁচু রাস্তা নির্মিত হলে তা বন্যা মোকাবিলায় অনেক কাজে আসবে।
ইউএনও মো. জাকির হোসেন বলেন, 'পানি উন্নয়ন বোর্ড বন্যার সতর্কতা দিয়েছে। তাই তেওতা ও জাফরগঞ্জ চরে বসবাসকারী বাসিন্দাদের জন্য ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে তিন শ ও চার শ মিটার দৈর্ঘ্যের দুইটি উঁচু রাস্তা দ্রুত নির্মাণ করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই কাজ শেষ হবে।'
Comments