আত্মীয় মরদেহ বাড়ী নেয়ার পথে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে লাশ হলেন ইসমাইল

আত্মীয় মরদেহ বাড়ীতে নেয়ার পথে যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে লাশ হয়ে বাড়ী ফিরলেন ইসমাইল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। আজ শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শ (ওসি) মো: রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।
ওসি মো: রোকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদার কয়েকজনকে সাথে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে নিজ বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামে যাচ্ছিলেন।
এসময় অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-ছ-৭১-৪০৪৯) ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরিতমুখী বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহন একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো- ব-১৫-০০৩৭) সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ও আহতদের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
Comments