চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী কাইয়ুম উদ্দিন হিরকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন ও আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম।
সমাবেশে ইউনিয়ন আমীর ও সেক্রেটারি,ওয়ার্ড সভাপতিগণ উপস্থিত ছিলেন।
Comments