সুনামগঞ্জ সীমান্তে ৭০টি ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র অভিযানে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ভারতীয় মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
শনিবার (১৬ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন ১নং বংশীকুন্ডা ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় মাটিরাবন বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি নামক স্থান হতে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি' অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। #
Comments