বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে মিলাদ ও দোয়া মোনাজাত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় বিএনপির সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা দক্ষিণ বিএনপি।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাডভেকেট আবুল কালাম শাহীন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে, বিকেলে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া। মোনাজাতের আয়োজন করা হয়েছে।
Comments