মাদারীপুরে ইসলামী ছাত্র শিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে মাদারীপুর জেলায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে জেলার অন্তত পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। মাদারীপুর জেলা শিবির সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।
এসময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. নিজামুল হক শান্ত, আরমান হোসেন, ছাত্রশিবির নেতা শাহরিয়ার সিফাত, আবু জাফর প্রমুখ। এসময় জেলা নীহারিকার শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, অ্যাসিভমেন্ট সার্টিফিকেট, গিফট প্যাক ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এসময় শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, সাংবাদিক ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments