সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, বাসচালক দুই দিনের রিমান্ডে

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাসচালক জাকির আলমকে (৩৫) দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জসিম এই আদেশ দেন।
এর আগে গত ৭ আগস্ট রাতে র্যাব-৯ তাকে সিলেট থেকে গ্রেপ্তার করে এবং পর দিন সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
গত ৬ আগস্ট দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস এলাকায় সিলেটগামী বাস ও সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী আফসানা জাহান খুশী (১৭) ও আলীপাড়ার বাসিন্দা শফিক মিয়া (৭৩)।
এছাড়াও, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা চক্রবর্তীকে (১৭) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সিএনজিচালক আব্দুর রশিদ (২৭) চার দিন চিকিৎসার পর সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে জেলা জোরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মানববন্ধন করেছে এবং এই দুর্ঘটনা প্রবণ সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে।
Comments