ক্বীন ব্রিজে খুন, ছিনতাইয়ে রাজি না হওয়ায় ডালিমকে হত্যা!

সিলেট শহরের ক্বীন ব্রিজ এলাকায় ঘটে যাওয়া ডালিম মিয়া হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। ছিনতাইয়ের প্রস্তাবে রাজি না হওয়া এবং বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকির জেরেই তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে র্যাব। এই ঘটনায় র্যাব-৯-এর অভিযানে হত্যাকাণ্ডের প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জের কতলাপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া শেখ মনির (৩০) গোলাপগঞ্জ উপজেলার কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে।
র্যাব জানায়, নিহত ডালিম মিয়ার সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ছিল। তারা একটি চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য এবং প্রায়ই ডালিমকে এসব অপরাধমূলক কাজে যুক্ত হওয়ার জন্য চাপ দিত।
গত ৭ আগস্ট, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় ডালিমকে ফের ছিনতাইয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি এতে রাজি না হয়ে, উল্টো পুলিশকে জানিয়ে দেওয়ার কথা বললে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে শেখ মনির জানায়, ঘটনার সময় একজন ডালিমকে পেছন থেকে ধরে রাখে এবং সে নিজে ডালিমের বাম উরুতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে অন্যরাও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
ডালিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত ডালিমকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
Comments