সেনাবাহিনীর অভিযানে আটক ফরিদকে বহিষ্কার করল যুবদল

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সোমবার (১১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে সই করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভুইয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় যুবদলের সাবেক নেতা ফরিদ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের অন্য নেতাকর্মীদের সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ড ও অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
এর আগে, সোমবার (১১ আগস্ট) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় ফরিদের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক উদ্ধারসহ তাকে আটক করে সেনাবাহিনী। অভিযানের নেতৃত্বে ছিলেন লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান। একই অভিযানে একই ইউনিয়নের নাঈমের বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাও উদ্ধার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
Comments