লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী কদু আলমগীর গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আলোচিত জোড়া খুনসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী আলগমীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জ থানার কংশনারায়ণপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম জানান, কদু আলমগীর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বশিকপুরের নোমান-রাকিব হত্যা মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
থানা সূত্রে জানা যায়, ২০২৩ সালে বশিকপুরে যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে কুপিয়ে হত্যা, দত্তপাড়ায় সাংবাদিকদের উপর হামলাসহ একাধিক ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও যৌথ বাহিনী তার বাড়ি ঘিরে ফেলে। পরে বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
Comments