বগুড়ার শেরপুরে পানির চাপে ধসে পড়ছে সড়ক রক্ষার জিও ব্যাগ

বগুড়ার শেরপুরে পানির চাপে ধসে পড়ছে সড়ক রক্ষার জিও ব্যাগবগুড়ার শেরপুরে করতোয়া নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নদীর পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। পানির তীব্র চাপে সড়ক রক্ষায় বসানো বালিভর্তি জিও ব্যাগ ধসে পড়তে শুরু করেছে।
এক বছর আগে বগুড়া পানি উন্নয়ন বোর্ড উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী-রনবিরবালা সড়কের প্রায় ১০০ মিটার অংশ সুরক্ষায় এসব জিও ব্যাগ বসিয়েছিল। বর্তমানে জিও ব্যাগ সরে গিয়ে নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে, ফলে ওই অংশ দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
নিয়মিত ওই সড়কে ইজিবাইক চালানো সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেন জানান, চলতি আগস্ট মাসের অতিবৃষ্টির কারণে করতোয়া নদীতে পানি উপচে পড়েছে। পানি প্রবাহের চাপ এতটাই বেড়েছে যে সড়ক রক্ষার জন্য বসানো জিও ব্যাগগুলো ধসে যাচ্ছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর কিনারা থেকে মাটি সরে যাওয়ায় জিও ব্যাগগুলো ভেসে গিয়ে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ১০০ মিটার সড়ক এখন হুমকির মুখে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয় সূত্র জানায়, ২০২২ সালে ৫২ লাখ টাকা ব্যয়ে ২৩০০ মিটার সড়ক মেরামত করা হয়েছিল, যার মধ্যে প্রায় ১৩০ মিটার ছিল করতোয়া নদীর পাড়। বর্তমানে সেই অংশটিই বেশি ঝুঁকিপূর্ণ।
এ সড়কটি উপজেলার ফুলবাড়ী বাজারে প্রবেশের প্রধান পথ। প্রতিদিন ভোর থেকে বসে উপজেলার সর্ববৃহৎ সবজির বাজার, যেখানে শেরপুর ছাড়াও ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুরের কৃষকেরা সবজি নিয়ে আসেন। সড়কটি ভেঙে গেলে বাজারে যাতায়াতে বড় ধরনের সমস্যা হবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
গাড়িদহ ও খামারকান্দি ইউনিয়নের পাঁচ গ্রামের কৃষকেরা জানান, সড়কটি ধসে পড়ার আগে দ্রুত সংস্কারের ব্যবস্থা নিতে হবে, নইলে কৃষকেরা তাদের উৎপাদিত সবজি বাজারে তুলতে সমস্যায় পড়বেন।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Comments