তিন দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে কফিন নিয়ে বিক্ষোভ

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের তিন দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে কফিন নিয়ে বিক্ষোভ করেছে বরিশালের ছাত্র জনতা।
আজ শনিবার বেলা ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
গত কয়েকদিন ধরে বরিশাল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্ব সাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতাল গুলোতে দূর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরে তারা কফিন নিয়ে সদর রোডে মিছিল বের করে।।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Comments