সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা মেরামতের সময় চাকা ফেটে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবক রুম্মান (২২) আহমদ সিলেটের বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকার বাসিন্দা। অপর আহত এনামুলের বাড়ি একই থানার মহালদিগ গ্রামে। বিমানবন্দর থানার ওসি আনিসুর রহমান বলে নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা জার্নালকে জানান, নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মী দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। অপর একজন আহত হয়েছেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, এটি একটি রুটিন কাজ। বিমানবন্দরের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোন কারণে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পর একজন মারা যান।অপর আহত আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments