সুন্দরবন কুরিয়ারে ফেনসিডিল পার্সেল চেষ্টা, আটক ৩

সিলেট নগরীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফেনসিডিল পাচারের চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৩০ জুলাই) র্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- নারায়ণগঞ্জ জেলার কুশিয়ারা গ্রামের মো. মোতালিব মিয়ার ছেলে মো. আরমান (৩৪), শাসনের বাগ গ্রামের মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদীম মিয়া (৪১), ও উত্তর লক্ষণখোলা গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে মো. ইমন (২৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯ এর একটি দল নগরীর জিন্দাবাজার এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্লাস্টিকের বস্তার ভেতরে শিশুদের পায়জামা ও বিভিন্ন রঙের আন্ডারওয়্যারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে তারা ফেনসিডিল পার্সেল করতে এখানে এসেছিল। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাবে-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঢাকা জার্নালকে বলেন, 'মামলা দায়েরপূর্বক আটকদের সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।'
Comments