মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সায়ানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাল বিমান বাহিনী

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের শিক্ষার্থী সায়ান ইউসুফের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সায়ানের গ্রামের বাড়ি সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুরে যান বাহিনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রেজাউল হকের নেতৃত্বে তারা সায়ানের কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরবর্তীতে তারা সায়ানের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সায়ানের বাবা এ এফ এম ইউসুফ গণমাধ্যমকে বলেন, "এমন দুর্ঘটনা যেন আর কারও জীবনে না আসে। আমরা স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই।" তিনি সায়ানের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনেরও দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই দগ্ধ হয় সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফ। পরদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
Comments