সিলেটে নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নৌকা ডুবে নিখোঁজের একদিন পর এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় এড়াল বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক সৈয়দ মুহি উদ্দিন উপজেলার ঘোগারকুল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার রাত ৯টার দিকে স্থানীয় এড়াল বিলে নৌকা ডুবে সৈয়দ মুহি উদ্দিনসহ (৫৫) তিনজন নিখোঁজ হন। পরে দুইজনকে উদ্ধার করা গেলেও মুহি উদ্দিন নিখোঁজ ছিলেন। আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর লোকজন এসে তার লাশ উদ্ধার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (সোমবার) রাতে নৌকা ডুবে সৈয়দ মুহি উদ্দিন এক যুবক নিখোঁজ ছিলেন। আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর লোকজন এসে তার লাশ করেন। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments