প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ পেলো সেনাবাহিনীর চিকিৎসা সেবা

শেরপুরের প্রান্তিক জনগোষ্ঠী মানুষের কল্যাণে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এদিন বাংলাদেশ সেনাবাহিনীর মেডিসিন, গাইনী, এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক ডাক্তার দ্বারা সহস্রাধিক দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসাপত্র, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা পেয়ে খুশি।
মলামারি গ্রামের ৮০ বছর বয়সের চাঁন মিয়া বলেন, 'আমি চিকিৎসা করবার পাইনা। আমার কেউ নাই। কোনখানে যাবার পাইনা। ডাক্তার বিনা টেহাই দেখলো, ওষুধ ও চশমা দিলো। আমি খুব খুশি।'
কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বলেন, এই এলাকাটি পাহাড়ি এলাকা। এখানে গরীব-অসহায় মানুষই বেশি। ভালো ডাক্তার দেখানো এদের পক্ষে সম্ভব না। এখানে মেডিকেল ক্যাম্পেইন করাতে এলাকাবাসীর খুব ভালো হয়েছে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগীর চিকিৎসাসেবা, ঔষধ বিনামূল্যে দেওয়া হয়েছে। একইসাথে ১৫০জনকে চোখের চশমা দেওয়া হয়েছে। এমন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
Comments