লক্ষ্মীপুরে বাসচাপায় মাদ্রাসাছাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুরে বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় 'আনন্দ পরিবহণ' নামে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে রায়পুর-লক্ষ্মীপুর রুটে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে বলে জানান তিনি।
Comments