চাটমোহরে দেড় হাজার বছরের পুরনো বিষ্ণু মূর্তি উদ্ধার

পাবনার চাটমোহরে দেড় হাজার বছরের পুরনো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
চটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম জানান, শুক্রবার সকালে ওই ইউনিয়নের মাঝগ্রামের জনৈক লোকমান হোসেন তার পুকুরে মাছ ধরতে গেলে জালে শক্ত কিছু আটকা পড়ে। এ সময় স্থানীয়দের সহায়তায় বিষ্ণু মূর্তিটি পুকুর পাড়ে তুলে আনে। পরবর্তীতে আমরা এটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, বিষ্ণু মূর্তিটি আনুমানিক দেড় হাজার বছরের পুরাতন। ঘটনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবগত করা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ এই পুরাকীর্তিটির ইতিহাস ঐতিহ্য ও মূল্য সম্বন্ধে সঠিকভাবে জানাতে পারবে। চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষণার জন্য তাদের কাছে আগামীকাল রবিবার বিষ্ণু মূর্তিটি হস্তান্তর করা হবে।
Comments