বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে চট্টগ্রাম ছাত্র সমিতি’র ফুলেল শুভেচ্ছা

বীর চট্টলার কৃতি সন্তান মো. সাব্বিরুল আলম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক সর্বোচ্চ পদ 'নির্বাহী পরিচালক' (ইডি) পদে পদোন্নতি পাওয়ায় "বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি" এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে "বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি" আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমদ, সদস্য সচিব ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র জুলাই যোদ্ধা মোঃ সায়েম তাকে ফুলতোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির আহ্বায়ক,সাবেক ছাত্রনেতা, নব্বইয়ের গণআন্দোলনের বিপ্লবী এম এ হাশেম রাজু, যুগ্ম আহ্বায়ক নাসির মিজান প্রমুখ।
এ সময় বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি- ঢাকা এর আহ্বায়ক জালাল আহমদ ও সদস্য সচিব জুলাই যোদ্ধা মোঃ সায়েম জানান,সমাজের জ্ঞানী-গুণী মানুষদের সম্মান জানাতে হবে। তাদের কে সম্মান দিলে বাকিরা তাদেরকে অনুসরণ করে তাদের জায়গায় আসার চেষ্টা করবে।
ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বীর চট্টলার কৃতি সন্তান মো. সাব্বিরুল আলম চৌধুরী বলেন, " আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে উৎসাহিত করেছেন। ভবিষ্যতে চট্টগ্রামের মানুষের পাশে থাকবো।
Comments