সাজেক সড়কে পাহাড় ধস, আটকা চার শতাধিক পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে পাহাড় ধসের ঘটনায় অন্তত চার শতাধিক পর্যটক দুই পাশে আটকা পড়েছেন। বুধবার (২৩ জুলাই) গভীর রাতে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল থেকে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম, টাইগার টিলা, চাইল্ল্যাতলী এবং চম্পক নগর এলাকায় এসব ধসের ঘটনা শনাক্ত করা হয়। ফলে সাজেকগামী এবং খাগড়াছড়িগামী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সকালে সড়ক পরিষ্কারের কাজে হাত দেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার ও সড়ক পুনরুদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, "তিনটি স্থানে বড় ধরনের পাহাড় ধস হয়েছে। স্থানীয়দের সহায়তায় সড়কের উপর জমে থাকা মাটি সরানোর কাজ চলছে। দ্রুতই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছি।"
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, "বর্তমানে সাজেকে ৪০০-র বেশি পর্যটক আটকে রয়েছেন। একটি স্থানে ধসের পরিমাণ বেশি হওয়ায় কাজ শেষ করতে কিছুটা সময় লাগছে। তবে দ্রুততম সময়ের মধ্যে সড়ক সচল করার চেষ্টা চলছে।"
সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, "হঠাৎ এই দুর্যোগে অনেক পর্যটক বিপাকে পড়েছেন। রাস্তাঘাট সচল না হওয়া পর্যন্ত কেউ সাজেকে যাওয়া কিংবা সাজেক থেকে ফেরা সম্ভব হচ্ছে না।" সড়কের মাটি সরানো হয়ে গেলে যাতায়াত করতে পারবে।
খাগড়াছড়ি–সাজেক সড়কে চলাচলকারী মাহিন্দ্রচালক মো. জসিম উদ্দিন জানান, "গতকাল রাত থেকে ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক অংশ ধসে পড়ে। এতে করে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।"
Comments