চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট ও পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
(২৪ জুলাই) বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন - ঢাকা কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাশখাল এলাকার মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকা আশুলিয়া থানার মুন্সিপাড়া এলাকার মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২)। মামলা পরবর্তী কার্যক্রম ও তদন্তের স্বার্থে অপর আসামীর নাম প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে নাইটগার্ডকে হাত-পা বেঁধে সিগারেট সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল। এই ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এমরান হোসেন ৮ জুলাই থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে মামলাটি তদন্ত ও এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন শাহারাস্তি থানা পুলিশ।
সর্বশেষ বুধবার (২৩ জুলাই) শাহরাস্তি থানার একটি আভিযানিক দল লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার নামে এক আসামিকে গ্রেপ্তার করে। একই দিন গাজীপুর ও ঢাকায় অপর অভিযানে গ্রেফতার হয় আরো তিন আসামী।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। মামলার পরে পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্সের মাধ্যমে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সুপার আরো বলেন, এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকার পুলিশের সহযোগিতায় ৭ জন ডাকাত দলের সদস্য গ্রেপ্তার হয়েছে। তিন জনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। বাকি ৪ জনকে চাঁদপুরে আনা হয়েছে। ওই তিনজনকেও চাঁদপুরের মামলায় আসামী দেখানো হবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
এই ঘটনায় আরো অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তার আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও চাঁদপুরে কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Comments