'গোপালগঞ্জের ইমপ্যাক্ট সিলেটে পড়বে না'

আগামী শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় গোপালগঞ্জের সশস্ত্র আক্রমণের 'ইমপ্যাক্ট' সিলেটে পড়বে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও মহানগর এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ব্যারিস্টার জুনেদ বলেন, এনসিপির পদযাত্রা বাস্তবায়নে সকলেই একযোগে কাজ করছেন। গোপালগঞ্জে যে সশস্ত্র আক্রমণ করা হয়েছে তার ইমপ্যাক্ট সিলেটে পড়বে না। সিলেট বিশেষ করে দাপুটে আওয়ামী লীগ ছিলেন। তারা নিজেদের অবস্থান শো-অফ করতে পারেন। তবে, কোনো ধরনের বিশৃঙ্খলা ফ্যাসিস্ট এর সহযোগী ব্যাঘাত ঘটাতে পারবে না।
এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচি উপলক্ষে আগামী শুক্রবার বিকেল ৫টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান।
তিনি বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে। ১ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নিচ্ছেন এবং জনগণের কাছ থেকে বিপুল সাড়া পাচ্ছেন।
তিনি আরও বলেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে শুরু থেকেই নানা অপপ্রচারের চেষ্টা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জনগণই আমাদের শক্তি।
সাংবাদিকদের তিনি জানান, ২৫ জুলাই বিকেল ৫টায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে এসে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবেন। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার পয়েন্ট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হবে।
শাহান আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তাধারা ছেড়ে নতুন পথে চলতে চায়। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটের মানুষ সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। বড় যে দুই দল আছে তাদের সঙ্গে এনসিপির যোগাযোগ হয়েছে। উনাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে প্রয়োজনে পরামর্শ নেওয়া হচ্ছে।
এই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
Comments