সিলেট থেকে নিখোঁজ দিনমজুরের মরদেহ মিলল ভারতে

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা থেকে নিখোঁজ হওয়া এক দিনমজুরের মরদেহ ভারতের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে আসাম রাজ্যে পুলিশ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ।
নিহত মো. আব্দুল মালিক (৪২) উপজেলার মৌলভীরচক গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে। সম্প্রতি কুশিয়ারা নদীর ভারত অংশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর লাশ বাংলাদেশে হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ থানার পুলিশ জানায়, ভারতের আসামের করিমগঞ্জ থানা পুলিশ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে ভারতের করিমগঞ্জে বসবাসরত আব্দুল মালিকের আত্মীয়-স্বজন মরদেহটি শনাক্ত করেন। এরপর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল শনিবার রাতে মরদেহ হস্তান্তর করে। পরে তা নিহতের স্ত্রী ও ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
আব্দুল মালিকের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, গত ৮ জুলাই সকাল ৯টায় আব্দুল মালিক স্থানীয় হাজীগঞ্জ বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ১৫ জুলাই মধ্যরাতে কুশিয়ারা নদীর ভারতীয় অংশে একটি মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতের করিমগঞ্জে বসবাস করা আব্দুল মালিকের আত্মীয়-স্বজনরা লাশটি আব্দুল মালিকের বলে শনাক্ত করেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, আব্দুল মালিক প্রায়ই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতেন বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, স্বজনদের সঙ্গে দেখা করতে কুশিয়ারা নদী পাড়ি দিতে গিয়ে এ ঘটনা ঘটতে পারে।
Comments