কেরানীগঞ্জে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুলাই) ভোররাত ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া বাসটি তরঙ্গ প্লাস পরিবহনের বলে জানা গেছে। আগুনে বাসটির অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এতে প্রায় ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সময় বাসের মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২০০ গজের মধ্যেই অবস্থান করছিলেন। তবুও কারা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে বর্তমানে পোশাক পরিহত পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এটি হরতালের সমর্থনে কোনো নাশকতা কি না, এ প্রশ্নের জবাবে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু জানান, তদন্ত ছাড়া এখনই কোনো মন্তব্য করা সঠিক হবে না। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।
ঘটনার পর এলাকা জুড়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
Comments