সিলেটে তুরাব হত্যার বিচার দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যার এক বছর পূর্তিতে তাঁর স্মরণে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, 'সিলেটের সাংবাদিকদের বুক আজও ক্ষতবিক্ষত। শহীদ তুরাবের হত্যাকারীদের দ্রুত বিচার না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে। এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার কোনো বিচার হয়নি। এটা কেবল তুরাবের হত্যার বিচার নয়—এটা সাংবাদিকদের নিরাপত্তার বিষয়।'
শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভা ও সাংবাদিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, 'সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ইতিহাসে এটিএম তুরাবই প্রথম শহীদ সাংবাদিক, যিনি পুলিশের গুলিতে নিহত হন। তাঁকে ৯৮টি গুলি করে তাঁর বুক ঝাঁঝরা করা হয়েছে। আজ আমরা কেবল তুরাবের বিচারই চাই না, চাই এই বর্বরতার জবাব।'
স্মরণসভায় সভাপতিত্ব করেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাবেল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বী।
স্মরণসভায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিস উন-নুর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর, প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল প্রমুখ। এছাড়াও সমাবেশে সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Comments