গোপালগঞ্জ জেলায় ১৭ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বৃহস্পতিবারের এইসএসসি পরীক্ষা স্থগিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৭ জুলাই সকালে ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের আগামীকাল(১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জ জেলার স্থগিত করা ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) এর পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে।
Comments