মধ্যরাতে "রাজাকার" স্লোগানে ফের উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে 'তুমি কে আমি কে— রাজাকার রাজাকার' স্লোগানে ফের উত্তাল হয়ে উঠেছে। সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে 'প্রতীকি প্রতিবাদী মিছিল'—এর অংশ হিসেবে শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেয়।
এছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মন্ডল ও মুবাশ্বির আমিনসহ শতাধিক শিক্ষার্থী।
এসময় শিক্ষার্থীরা 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম'; 'দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত— রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়'; 'চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার'; 'তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার— কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার'— ইত্যাদি স্লোগান দেয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "গত বছর এই সময়ে শিক্ষার্থীদের রাজাকার বলে বিদ্রুপ মন্তব্য করেছিল স্বৈরাচার শেখ হাসিনা। শিক্ষার্থীরাও বজ্রকণ্ঠে এর জবাব দিয়েছিল।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, "গতবছরের আজকের দিনটি ছিল একটি ঐতিহাসিক দিন, এই দিনের কারণে আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল। স্বৈরাচার শেখ হাসিনা সরকার রাজাকার বলে শিক্ষার্থীদের গালি দেওয়ায়, শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তার প্রতিক্রিয়া জানিয়েছিল। সেই আওয়ামী ন্যারেটিভ আবারো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে; এই ন্যারেটিভ আমরা ধ্বংস করে দিবো।"
Comments