লক্ষ্মীপুর-জকসিন সড়ক সংস্কারে অবহেলা, নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল লক্ষ্মীপুর-জকসিন সড়ক। জনভোগান্তি চরমে পৌঁছেছে। এ অবস্থায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে সড়ক ও জনপদ অফিসের সামনে ঘণ্টাব্যাপী এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সিসিএস এর প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর-জকসিন সড়কটি বছরের পর বছর সংস্কার না হওয়ায় রাস্তায় চলাফেরা দুর্বিষহ হয়ে উঠেছে। খানাখন্দ আর ধুলাবালিতে ভরা এ সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বারবার জানিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকের এই কর্মসূচি। তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের বক্তব্য নিতে তার কার্যালয়ে গেলে তাঁকে পাওয়া যায়নি।
Comments