সিলেটে চায়ের দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট নগরীতে চা দিতে দেরি করায় চায়ের দোকানের কর্মচারীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে সিলেট নগরীর কাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই কর্মচারীর নাম রুমন আহমদ (২২)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ সকালে এক যুবক কাজির বাজার এলাকায় একটি চায়ের দোকানে ঢুকেন। পরে তিনি চা অর্ডার করেন। এসময় চা দিতে দেরি হওয়ায় তিনি কর্মচারী রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন দোকানের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করেন। এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে কর্মচারী রুমনের উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ওসি মো. জিয়াউল হক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা জার্নালকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার এই ঘটনাটি ঘটে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। রুমনের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Comments