লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে গণশুনানি

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৯টি ইউনিয়নের সমন্বয়ে চন্দ্রগঞ্জ থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে স্থানীয়দের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার বটতলী বাজার মডেল মসজিদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামসেদ আলম রানার সঞ্চালনায় আয়োজিত গণশুনানিতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ এলাকাবাসী।
স্থানীয়রা চন্দ্রগঞ্জ, হাজীরপাড়া, উত্তর জয়পুর, বশিকপুর, দত্তপাড়া, মান্দারী, দিঘলী, চরশাহী ও কুশাখালী—এই ৯টি ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, অবকাঠামো এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে চন্দ্রগঞ্জকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করার দাবি জানান।
বক্তারা বলেন, এসব ইউনিয়ন সদর উপজেলা থেকে দূরে হওয়ায় প্রশাসনিক সেবা পেতে দীর্ঘ সময় ও ভোগান্তির শিকার হতে হয়। চন্দ্রগঞ্জ থানা এলাকা আলাদা উপজেলা হিসেবে গঠিত হলে জনগণ প্রশাসনিক সুবিধা সহজে পাবে, উন্নয়ন প্রকল্পের প্রসার ঘটবে এবং সরকার আরও ঘনিষ্ঠভাবে জনসেবা দিতে পারবে।
Comments