শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ

শেরপুর সীমান্তে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি। ১০ জুলাই বৃহস্পতিবার ভোরে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্তে এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের সদস্যরা। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ভোরে কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় কারবারিরা অবৈধ পথে আসা ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ পাচারের চেষ্টা করে। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এসময় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ব্র্যান্ডের ফেইস ওয়াশ জব্দ করে। জব্দ করা ফেসওয়াশ গুলোর অনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২৯ হাজার টাকা। তবে অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান প্রেসব্রিফিং এ জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। সীমান্ত নিরাপদে রাখতে ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Comments