জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় মর্যাদা দিতে চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, "ছাত্রসমাজের স্লোগান ছিল 'উই ওয়ান্ট জাস্টিস'। সেই জুলাইয়ের ন্যায্য বিচার ও আদর্শ কেবলমাত্র আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই সম্ভব। যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমরা যদি জনগণের রায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি, তাহলে জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় মর্যাদায় ভূষিত করা হবে এবং তাদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করা হবে।"
রোববার (৬ জুলাই) যোহর নামাজ শেষে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "রাষ্ট্র আজও সেই শহীদদের 'বীর' হিসেবে স্বীকৃতি দেয়নি। বরং তাদের আত্মত্যাগকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামায়াতে ইসলামী প্রতিশ্রুতি দিচ্ছে—এই শহীদদের যথাযথ মর্যাদা ও ইতিহাস ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।"
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ও শহীদদের স্বজনরা। এসময় জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আল হিরু, লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও সেক্রেটারী নুর মোহাম্মদ রাসেলসহ শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।
Comments