গ্রেপ্তার হলেন গান বাংলার চেয়ারম্যান তাপস
গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় গতরাত ১২টা ৫ মিনিটের সময় ভাটারা থানার প্রগতি স্মরনী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. মহিববুল্লাহ। তিনি বলেন, গান বাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হাসান তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে। গুলি করার অভিযোগে এই মামলাটি করা হয় এবং এই মামলায় তিনি এজাহার নামীয় আসামি।
কৌশিক হাসান তাপসকে আজ আদালতে তোলা হবে বলে জানান তিনি।