বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত
বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। নির্বাচনের ফলাফল নির্ধারণের অধিকার শুধুমাত্র বাংলাদেশের জনগণের। এসব জানিয়ে বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশি জনগণ যে সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাদের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে খুব ভালো একটি বৈঠক করেছি, যেখানে আমরা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যেসব নীতি, প্রস্তুতি ও প্রক্রিয়া নিয়েছেন, তিনি (সিইসি) সে সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন।
তিনি বলেন, সেনেটের সামনে যেমনটি বলেছিলাম, আমি আসন্ন নির্বাচনের জন্য অত্যন্ত উৎসাহী। আমি নির্বাচনের জন্য খুবই আগ্রহী এবং এর ফলাফল দেখার অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন, তিনি আশা করেন নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে। আমিও তেমনটি আশা করি। আমি আশা করি, নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে, যেখানে বাংলাদেশিরা নিজেদের মত প্রকাশ করতে পারবেন।
রাষ্ট্রদূত বলেন, প্রধান নির্বাচন কমিশনার যেসব তথ্য আমার সঙ্গে শেয়ার করেছেন, তাতে আমি খুবই সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফলের অপেক্ষায় থাকলাম। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি মার্কিন রাষ্ট্রদূত।
Comments