মনোনয়নপত্র বাছাইয়ে বাতিলের অর্ধেক স্বতন্ত্র প্রার্থী
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিনশ স্বতন্ত্র প্রার্থী; যা মোট বাতিল মনোনয়নত্রের প্রায় অর্ধেক। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তিন চতুর্থাংশই বাছাইয়ে বাদ পড়েছেন।
৩০০ আসনের বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গড়মিলে ঝরে পড়েছেন তারা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন। এবার স্বতন্ত্র প্রার্থী হতে ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে বাদ পড়েছে অন্তত ৩৫০ জন। এই সংখ্যা স্বতন্ত্র প্রার্থীদের প্রায় ৭৩ শতাংশ এবং বাতিল হওয়া মোট প্রার্থীর ৪৮ শতাংশ।
ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার এ বিষয়ে পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া যাবে। মাঠ কর্মকর্তাদের পাঠানো প্রাথমিক তথ্য অনুযায়ী- ঋণখেলাপি, করখেলাপি, বিলখেলাপি, মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব, হলফনামায় স্বাক্ষর না থাকা, আয়কর বিবরণী সঠিকভাবে জমা না দেওয়াসহ নানা ধরনের জটিলতায় বিএনপির ২৭, জামায়াতের ৯, ইসলামী আন্দোলনের ৪১ ও জাতীয় পার্টির ৫৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া সিপিবি, এনসিপিসহ অধিকাংশ দলের একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
Comments