মালয়েশিয়ায় ৭২ বাংলাদেশিসহ ৪০২ অভিবাসী আটক
মালয়েশিয়ায় সিঙ্গাপুর সীমান্ত সংলগ্ন রাজ্য জোহরবারু কম্পিউটার কারখানা ও নেগারি সেম্বিলান রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকসহ ৪০২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আটকদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। বাকিরা অন্য দেশের নাগরিক।
জোহরবারু ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, জোহরবারুর একটি কম্পিউটার কারখানায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এবং এ সময় কারখানার দুই মানবসম্পদ কর্মকর্তাকেও আটক করা হয়েছে অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার অভিযোগে।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় এসব অবৈধ অভিবাসী পালানোর চেষ্টা করলে যৌথ আইন প্রয়োগকারী বাহিনী সংশ্লিষ্ট কম্পিউটার কারখানার সমস্ত প্রস্থান এবং প্রবেশপথ চারদিক থেকে ঘেরাও করে বন্ধ করে দেয়।
এদিকে নেগেরি সেম্বিলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে ৪৬ জন অবৈধ প্রবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। আটক সবাই বাংলাদেশি নাগরিক।
সেম্বিলান রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চার ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালিত অভিযানে মোট ১১৭ জনকে যাচাই-বাছাই পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে ১৮ থেকে ৪৩ বছর বয়সী ৪৬ জন বাংলাদেশিকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুসারে তদন্ত করা হচ্ছে।
Comments